আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি যারা প্রবল ভাবে ঠকে
তারা কোনওদিন কাউকে ঠকাতে পারে না
বড়জোর বিশ্বাস করা ছেড়ে দেয়…
আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয়
তারা কোনোদিন কাউকে নিঃস্ব করতে পারেনা
বড়জোর হারিয়ে দিতে শিখে যায়
জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না…
আমি বিশ্বাস করি যারা চরম ভাবে অপেক্ষা করতে জানে,
তারা কখনো কাউকে উপেক্ষা করতে পারে না
বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়
তাদের উপর কোনওকিছুই কোনো প্রভাব ফেলতে পারে না
যাদের কথা বলার কেউ থাকে না
তারাই অন্যের কথা মন দিয়ে শোনে…
সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে
তারা কোনওদিন কোনও সম্পর্ক ভাঙতে পারে না
বরঞ্চ কোনও সম্পর্কে তারা আর জড়ায় না
যারা ভীষণ ভাবে
নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায়
তারা অন্য কাউকে অবহেলা করে না কক্ষনো
বরং বলা ভালো –
খুব সুন্দর ভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা…
যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে তারাই প্রতিটা মানুষের
বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে…
ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা
অবশ হয়ে এসেছে
তারাই একমাত্র অন্যের ব্যথা
খুব ভালোভাবে অনুভব করতে পারে…
©ইয়াসমিন
I’m Alam, a tireless seeker of knowledge, an occasional purifier of wisdom, and, coincidentally, a writer. I love to play with numbers and write occasionally.