দলছুট পিঁপড়েটা
গতরাতে তুমি মিষ্টি খেয়েছিলে। মিষ্টির একফোঁটা রস ফ্লোরে পড়ে গিয়েছিলো তা খেয়ালই করোনি।
আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো। মোবাইলটা অন করে ফেবুর টাইম লাইনে প্রাতঃভ্রমন করছো। ভ্রমনটা একটু বেশিই হয়ে গেছে। পানি পিপাসা লেগে গিয়েছে তোমার। তুমি ডাইনিং টেবিলের দিকে পা বাড়িয়েছো পানি খাবে বলে। একি? এতো বড় পিঁপড়ের লাইন! তোমার মনে পড়ে গেলো – তুমি গতরাতে মিষ্টি খেয়েছিলে।
তুমি পিঁপড়ের লাইনের উৎস খুঁজছো। কি শৃঙ্খল ওরা – তাই না? তখনই তোমার নজরে পড়লো একটা দলছুট পিঁপড়ের। তুমি ভাবছো তুমিও এখন এমনটাই। আজ নিজের সেলফি তোলার কথা ভুলে গিয়ে তোমার মোবাইলের ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা বন্দি করলো ঐ দলছুট পিঁপড়েটাকে। তুমি ছবিটা জুম করে দেখার চেষ্টা করছো ওর দলছুটের কষ্টটাকে।
তুমি দেখে ফেললে দলছুট কষ্ট
তুমি বুঝে ফেললে –
তোমার আর ওর মাঝে কতোটা মিল
দলছুট কষ্ট