Alam

Web Designer

Blogger

Freelancer

Writer

IT Consultant

Photographer

Alam

Web Designer

Blogger

Freelancer

Writer

IT Consultant

Photographer

Blog Post

এই চলার পথে

এই লেখাটির পটভূমি বেদনাদায়ক। আমারই এক ছোট বোন তার ভালোবাসার মানুষের খবর নেবার জন্য বলে। আমি খবর নিতে ফোন দেই আর জানতে পারি সেই ছেলেটি মারা গেছে। এই কথাটি যখন আমি ওকে জানাই তখন কান্নায় ভেঙে পড়ে।

এই চলার পথে
কত পরিচয়, কত যোগাযোগ
এক পরিচয় থেকে আরেক পরিচয়ে
এক যোগাযোগ থেকে আরেক যোগাযোগে
কতক্ষণ বল?
আপন থেকে আপন বেরিয়ে যায় ঠিকই একসময়
এ জীবনে কান্না মরে যাক, – কে না চায়
সামনে এগিয়ে যাও
আরও সামনে
আরও আরও সামনে
দেখবে, এক সময় বেড়ে যাবে দূরত্ব
অনেক অনেক…
আরেক যোগাযোগের পথ সুগম করে

©আলম – ১৪ সেপ্টেম্বর ১৯৯৫ইং বৃহস্পতিবার ১১:১৭

Tags: