ঘাটের অদূরে
August 23, 2024
Personal
হেঁটে যেতে যেতে পথে দাঁড়ালাম ঘাটের অদূরে
সন্ধ্যের আলো আধারি খেলা দেখছো তুমি একলা ঘাটে
আনমনে, আর
আমার কানে ভেসে এলো?
নাকি ভাসিয়ে দিলো ফিসফিসিয়ে –
“দুরত্বটা এই জীবনে আর ঘুচলো না
নতুন জীবন পাবো কিনা নেই জানা”
ঘাটের পানি এগিয়ে এসে
ছুঁয়ে দেয় পা তোমার, ভেজে নূপুর
তবুও কথার উত্তর কথা হয়ে আসেনা ফিরে
বিশ্বাসে নিঃশ্বাসে
পাশে বসবে কাঁধে কাঁধ রাখতে দেবে বলে
©আলম – ১২ আগষ্ট ২০২৪ইং, দুপুর ২টা ৩০মি.
I’m Alam, a tireless seeker of knowledge, an occasional purifier of wisdom, and, coincidentally, a writer. I love to play with numbers and write occasionally.