কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?
স্বপ্নটা ভেঙ্গে গেলো।
বসে আছি সেই থেকে উঠোনে
একসময় একটা বাদুর মুখ ভেংচি কেটে
উড়ে গেলো ঐ কলাগাছটার দিকে
এলোমেলো ভাবনারা ভীড় করছে
কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?
তুমি কি শাড়ি পড়েছিলে?
কষ্ট কি সারা মুখটায় ছেঁয়ে ছিলো?
আকাশের দিকে তাকিয়ে দেখছি
রাতটা আজ কতো স্পষ্ট, চাঁদনী
জোনাকিরা তারাদের মেলা বসিয়েছে
কিছুক্ষনের জন্য ভাবনাটা ভেঙ্গে গেলো
ঐ দুরের বাড়ির পাশ দিয়ে কে যেনো যাচ্ছে
এতো রাতে। ঘেউঘেউ করে চলেছে কুকুরেরা
আবারও নিস্তব্দতা। শুধু
বাতাস খেলা করছে ঐ গাছের পাতার সাথে
কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?
তুমি কেমন আছো?
লাল বেনারশী তুমি পড়েছিলে ঠিকই
সেদিনের গতরাতে হয়তো একটুও ঘুমোওনি, কিংবা
সারারাত কেঁদে-কেঁদে চোখ ছিলো তোমার লাল
তুমি কেমন আছো?
কি স্বপ্ন দেখলাম কিছুক্ষন আগে?