পরিচিতা
জন্মেই পরিচিত হলে, — পরিচিতা
তুমি কারো মেয়ে
তারপর দিনে-দিনে বেড়ে চললো — তোমার পৃথিবী
একসময় প্রথম তোমার নাম বদলে দেবার
সুযোগ পেলাম আমি।
মেয়ে, তুমি হলে বউ — ‘বউ’ নাম
এতো আদরে বুকে নিলে যে
নাম তোমার বললে দেবার
ইচ্ছে হলো আবারও আমার
তুমি নীলাঞ্জনার ‘মা’
শুধু নাম বদলে যায়, বদলে দিই
এভাবে বেঁচে থাকি, থাকা হয়
জনম-জনম…
অনন্তকাল…
I’m Alam, a tireless seeker of knowledge, occasional purification of wisdom, and also, coincidentally, a WEB DESIGNER. I am good at WordPress Malware removal and Google Page Speed. I do write blogs occasionally. I love to play with numbers.