প্রেম একটাই, তবে জীবন অনেক
February 5, 2022
Poem
কি করো?
ভাবছি।
কবিতা?
তুমি কবিতা হবে?
আমি এখন কি আছি?
আছো তো।
তো?
তো বলো।
কি বলবো?
ঐ যে – কবিতার কথা। কবিতা হবে?
হবো তো!
সাথে ছবিও হবে? আয়না?
এতো কিছু?
বা রে…
ছবি হবে
কপালে টিপ থাকবে
আঁচল ওড়াবে বাতাসে…
রোমান্টিক! হোক তাহলে।
সমুদ্দুরের মিলনান্তক ঢেউয়ের ফেনায়
পা ভিজে যাবে
ভালোলাগা ভালোবাসার শিহরন
জাগবে মনে।
জীবনে অনেক গুলো প্রেম করছো তুমি?
প্রেম একটাই, তবে
জীবন যে হয় অনেক।
তুমি কোন জীবনের সাথী?
আমি আবার কার সাথী?
সমুদ্দুরের
তুমি শুধু পা ভিজিয়ে যেও
প্রতি সন্ধ্যায়
জেনে যাবে, কথা হবে
বাতাসের সুরে…
ভালো লেগেছে…
আমি চোখ বন্ধ করে রইবো!