মামালুর সংসার!
September 27, 2021
অনুগল্প
দশম শ্রেণীতে পড়া অবস্থায় ইয়াসমিনের বিয়ে হয়ে যায় আলমের (মামালু) সাথে। ষোড়শী ইয়াসমিন আর সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিশ বছর বয়েসের টগবগে যুবক আলমের সংসার।
একটা বাচ্চা মেয়ে সারা ঘরময় ঘুরে বেড়ায় সুতি শাড়ি পরে। দেখতে ভালোই লাগতো আলমের। যে বয়েসে প্রেম করে বেড়ানোর কথা সে বয়েসে আলম ছোট্ট একটা বউ পেয়েছে। আলম লুকিয়ে লুকিয়ে দেখে। নিজেও তো ছোট মানুষ। মায়ের সামনে বৌকে সরাসরি দেখে কি করে। তারও লজ্জা লাগে।