মোহ-আয়না
আমি লিখি
তুমি আসো, তুমি আসো, তুমি আসো মনে
মোহ
এ এক অন্য রকম মোহ
বুঝতেই পার না
এ যে না শুধু লেখা
মোহ-আয়না
তোমায় না দেখো
আমায় দেখো
ভাসিয়ে দাও, ভেসে যাও
I’m Alam, a tireless seeker of knowledge, an occasional purifier of wisdom, and, coincidentally, a writer. I love to play with numbers and write occasionally.