নীচের তাকে ধুলো
March 5, 2022
Poem
গল্পের শেষ হয় না
গল্প বলা থেমে থাকে সাময়িক।
এই সাময়িক সময়টার ফারাক
ছোট হতে পারে, দীর্ঘ হতে পারে
তোমার গল্পের আমি’র ওপর
ধুলো জমে যায় যদি
গল্পটা দেরিতে বলা শুরু করো, অথবা
গল্পটা বদলে যাবে
নতুন গল্পের সুচনা হয়ে
পুরোনো গল্পটা রয়ে যাবে
বুক শেলফের নীচের তাকে
ধুলোর নীচে…
তোমরা বলবে –
নীচের তাকে ধুলো।।
আলম
১ জুলাই, ২০২০