ALAM
ALAM
Menu
Blog Post

তবুও…

September 10, 2025 Poem
তবুও…

তবুও…

ভাবনায় তোমার এখনও কেনো
সূর্যোদয়ের আগে ভুলেরই
শিশির জমাও পায়ের পাতা ভিজিয়ে!
কি এমন ছুঁয়েছিলাম?
ভুল ছিলো? ছিলাম তো আমিই
ভাবনা – তোমার, সারাক্ষণ!

তোমার লেখাগুলো এখনো কেনো
আমায় ঘিরে?
আমি তো ভুল, ভুল একটা মানুষ!
ভুলের ছড়াছড়ি, গড়াগড়ি
অসমাপ্ত চিঠি…

আলম
১৩ মার্চ, ২০২২ইং সন্ধ্যা ৮টা ৫৩মি.

Tags: