Alam

Web Designer

Blogger

Freelancer

Writer

IT Consultant

Photographer

Alam

Web Designer

Blogger

Freelancer

Writer

IT Consultant

Photographer

Blog Post

প্রতিধ্বনিত অনুরণন!

ভাবনা আমার এলোমেলো হয়ে যায়।
মনে হয়, এটাই কি আমার শেষ লেখা?
তুমি আসবে, কিছু বলবে…
আমি নিরব
এটাই যে আমার শেষ লেখা!

অজানা অজানাই রয়ে যায়
প্রতিদিন ঘুম ভাঙ্গে
এলোমেলো ভাবনা ভিড় জমায় মনে
এটাই কি শেষ দিন?
এটাই কি আমার শেষ লেখা?
আজই কি তোমায় শেষ ডাকা?
শেষবারের মতো বলা, – ভালোবাসি?
ভোরের পাখির কিচির মিচির মুঠো ভরে
তোমায় দেয়া?
মুঠো ভরে মুচকি হাসির অনুরণন তোমার
আমায় ফিরিয়ে দেয়া?

প্রশের উত্তর মেঘ হয়ে মনের আকাশে ওড়ে
এলোমেলো ভাবনা প্রাণ ফিরে পায়, তবুও
প্রাণ হারাবে কোনো একদিন
প্রশ্ন ফিরে যাবে প্রশ্ন হয়ে
উত্তরের প্রতিধ্বনি আর হবেনা!

©আলম – ১৩ জুলাই ২০২৩ ইং, সন্ধ্যে ৬ টা ৪৭ মি.

Tags: