সীসা
জানালায় কাঁচ আছে, তাই বন্ধ জানালা দিয়ে বাইরে দেখতে পাই। দেখতে পাই কে যায় রে। জানালা দিয়ে তাকিয়ে নিজেকে দেখতে পায় খুব কম সংখ্যক মানুষ – আর সেই কমের দলে থাকাটা ভাগ্যের ব্যাপার কিনা বলতে পারবো না।
কাঁচের জানালা দিয়ে বরাবরই অন্যদের দেখে যাই – আর মিলাই কিছু। ঐ যে দেখা যায় – আমার থেকে নীচু – আমার ভালো লাগে। ঐ যে দেখা যায় – আমার থেকে উচু – আমার তখন আর ভালো লাগে না। এভাবেই কাঁচের জানালা দিয়ে দেখি আর দেখি – খুশি হই আর বেজার হই – এটাই আমি। আমাকে আমি সরাসরি কখনোই দেখতে যে পাই না – কেনো পাইনা?
একদিন জানালার কাঁচের ওপাশে সীসা লাগিয়ে দিতে বলো কাউকে। তুমিই জিতে যাবে – কেননা তুমি জানালা দিয়ে তাকালে দেখবে নিজেকেই সবসময়।
নিজেকে দেখো – নিজেকে জানো