সময়ের উপহাস
রাত জেগে রই
মনে হয় কেউ জেগে থাকতে বলে
এপাশ-ওপাশ করি
মনে হয় কেউ বুকে টেনে নিয়ে বলে
আছি তো – আমি তো তোমারই
সময় হাসে আর
ভোর হয়ে যায় প্রতিবারের মতো
ভালো যে বাসি, তাই
জেগে রই সময়ের উপহাস জেনেও
I’m Alam, a tireless seeker of knowledge, an occasional purifier of wisdom, and, coincidentally, a writer. I love to play with numbers and write occasionally.