সৎ ছেলে
ও মা
মা গো মা
ও আমার দেশ মা
তোমার জন্য রক্ত দিয়েছে
কত তোমার সন্তানেরা
হায়েনারা লুটেছে তোমার বুকেরই ‘পরে
আমার কত হাজার বোনের সম্ভ্রম
তুমি তো সাক্ষী আছো মা
তুমি আবার কবে অসুস্থ হলে মা?
তোমার ছেলেরা কি করে ভুলে থাকল তোমায় মা?
কেমনে জন্মালো আবার কুলাঙ্গার হায়েনারা
তোমার বুকে মা?
দেখো মা, দেখতে পাও না মা?
কি করে গুলি চলে তোমার ছেলের খোলা বুকের ‘পরে মা?
লুটিয়ে পড়ে লাশ হয়, মা
তারপরেও কি করে নীরব থাকো, মা?
কবে হলাম মা
তোমার আমি, সৎ ছেলে গো মা
©আলম – ১৭ জুলাই ২০২ইং, বেলা ১২টা ৩৫মি.
I’m Alam, a tireless seeker of knowledge, an occasional purifier of wisdom, and, coincidentally, a writer. I love to play with numbers and write occasionally.