ছোঁয়া যে নিষিদ্ধ!
February 3, 2022
Poem
তোমার ও তাহার একান্ত আলাপ। মম রুমিকে শুভ সকাল জানায় এবং তারপর…
- শুভ সকাল
- আদর সকাল। কেমন আছো?
- পায়ের ব্যথাটা বাদে ভালো আছি।
- মন ভালো?
- হুম। ভালো।
- মনটা তবে আমায় দিয়ে দাও।
- মনের ভার বইতে পারবে তো?
আর তোমায় দিয়ে আমি যে নিঃস্ব হতে চাইনা। - মন দিলে কেউ নিঃস্ব হয়না। রেখে দেবো বুক পকেটে।
- দিয়েছো কখনো তুমি মন?
- দিয়েছি তো। শুধু নিয়েই গেলো, দিলোনা যে!
- তার মানে ঠকেছো?
- উত্তর তো তোমার কাছেই হতে পারে।
নিয়েছো তো! এবার যে তোমার দেবার পালা!
দিওনা। উত্তর কি পেলে? কে ঠকলো? - আমি এতো কঠিন কথা বুঝিনা গো।
- যেদিন দেবার জন্য খুঁজে ফিরবে, সেদিন?
- সেদিন তোমাকে খুঁজে বের করবো।
- কথা দিলাম – নিঃশ্বাসেরও কাছে থাকবো।
- বাদ দাও। বৃষ্টি হচ্ছে?
- নাহ, তবে মেঘলা আকাশ।
- ওহহ, এখানেও তাই।
- চলো হাত বাড়িয়ে আকাশ ছুঁই;
তার আগে হাত বাড়িয়ে তোমায় ছুঁই? - ছোঁয়া যে নিষিদ্ধ!
তুমি তো জানো আমি অন্যের, আবার
আমি তোমারও
আমায় রেখো তুমি শুধু –
বুকপকেটে।