তুমি-আমি ও ভোর!
March 27, 2022
Poem
- শুভ সকাল
- আদর সকাল
- কেমন আছো?
- আমার একটা গোলা আছে
যেমন গোলা থাকে কৃষকের
আমি একটু একটু করে জমাই
হাতের কাছে যা পাই
ভালো লাগা, মন্দ লাগা
তুমি! - বাহ্!
- কেমন আছো? তুমি?
- ঐ যে মন ভালো থাকেনা
থাকেনা কখনোই - বলেছিলাম না, ভুলে গেলে?
দিয়ে দাও মন, ঐ মন
যা শুধু থাকেনা ভালো তোমার কাছে! - হা হা হা
- এই তো হাসতে জানো
- মন দিয়ে ভালো থাকা গেলে দিয়ে দিতাম
- না দিয়েই বুঝে গেলে?
- হুমমম, বুঝিতো
- একবার দিয়েই না হয় দেখো,
বুঝো, তারপর…
ফিরিয়ে নিও অনুভুতিসহ –
কার? তাহার? - না… রিস্ক নিতে চাইনা
- কেন? ডুবে যাবার ভয়ে?
- আমি সাঁতার জানি গো, ডুববো না
- নদীটা যে আমার, আমার কথা শোনে
- আমায় ডুবিয়ে মারবে নাকি?
- নাহ, ডুবিয়ে ছাড়বো, শুধু
তোমার চরণখানি, নূপুরখানি - হুমমম, আমার পায়ে নূপুর নেই
- ভেবে নেবো, দোষ নেই
তুমি যে প্রেমে পড়েছে…
আলম – ২৭ মার্চ, ২০২২ইং সকাল ১০টা ১৩মি.