Alam

Web Designer

Blogger

Freelancer

Writer

IT Consultant

Photographer

Alam

Web Designer

Blogger

Freelancer

Writer

IT Consultant

Photographer

Blog Post

তুমি তুমি তুমি

আমার ভাবনা তুমি তুমি তুমির ছায়া হয়ে
কলমের আচড়ে আঁকা হও
কবিতায়, কিংবা
মনের ক্যানভাসে রঙ হও
এই তুমি, সেই তুমি, তুমি তুমি তুমি
ক্যানভাসের রঙ বদলায় সকালে বিকেলে সন্ধ্যায়
এই তুমি হয়ে
সেই তুমি হয়ে
তুমি তুমি তুমি হয়ে
শুধু চিনতে পারি আমি ক্যাভাসের রঙ দেখে
এই তুমি – আচল উড়াও
সকালের ক্যানভাসে
সেই তুমি – অপেক্ষায় জানালার গ্রিল ধরে
দুপুরের ক্যানভাসে
তুমি তুমি তুমি – বাসরের রঙ বাসন্তী দিয়ে রাঙাও
সন্ধ্যের ক্যানভাসে

এমন কলমের আচড়ে আঁকা আকি
থামা উচিত, থামাতে চাই, থামতে চাই
মন ক্যানভাসের সব রঙ
ধুয়ে যাক, নামুক বৃষ্টি মুষলধারে
একা একাই ভিজতে চাই
মুক্তি পেতে নিজের থেকে মুক্তি দিয়ে
তুমি তুমি তুমি – সব তুমিদের

এমন ইচ্ছের মরণ হয় হয় করেও যে হয়না,
হয়না কেনো?
তুমি তুমি তুমি যে ছায়া
তুমি তুমি তুমি যে মায়া
মায়া ছায়ার হাতছানি ডাকে বারেবারে
ধরে রাখে
ছেড়ে যে যেতে দেয়না…

©আলম – ২৪ জুলাই, ২০২৩ ইং, রাত ১১টা ৩১ মি.

Tags: