তুচ্ছতা আর আঁধার
আলেয়ার পিছে কতটুকু?
কেউ কখনো গভীর আঁধার কি জানতে চেয়েছে?
এযে শুধুই আলো আঁধারের খেলা।
এতে জ্বলেছে কত প্রদীপ
কত বাতি, কত মোম
কত কেরোসিন!
কেউ খবর রাখেনি।
কারোর কি ঠেকা পড়েছে এসব জানতে হবে?
আমরা তো শুধু চাই আলো
আর আলো, শুধুই আলো
আলোর পেছনের কালো নিয়ে
ভেবে দেখা আমাদের যেন বয়েই গেছে!
আলো হবে ফকফকা, আরো ফকফকা
যেমন স্বার্থপরতা।
স্বার্থপরতা করার জন্য তুচ্ছতার প্রয়োজন।
তুচ্ছতা দেখা যায়না।
আলো দেবার জন্য শুধু জ্বলে যেতে হয়
কিন্তু আঁধারকে দেখেও কেউ দেখেনা
সেখানেও রয়ে যায় তুচ্ছতা।
আমি আছি, আঁধার হয়েই থাকবো তোমাদের মাঝে।
চাওয়ার যে কিছু নেই
তোমরা শুধুই নিতে জান
তোমরা কৃপণ থেকে কৃপণতর।
আমি দিয়ে যেতে যেতে দিতেই শিখেছি, নিতে নয়।
তুমি কৃপণ
আমি উদার।
তুমি নিতে শিখেছো,
আর আমি দিতে শিখেছি।
তুমি মরীচিকা।
আর আমি আলেয়ার
পেছনের তুচ্ছ আঁধার।
তুচ্ছতার মাঝে….হয়তো
আঁধার হয়েই রয়ে যাব চিরদিন।
©আলম – ১ অক্টোবর, ২০২০, মধ্যরাত ১:৩০ মিনিট।
I’m Alam, a tireless seeker of knowledge, an occasional purifier of wisdom, and, coincidentally, a writer. I love to play with numbers and write occasionally.